ফাগুনের প্রথম বৃষ্টিতেই লণ্ডভণ্ড অমর একুশে বইমেলা। বাংলা একাডেমির পক্ষ থেকে আবহাওয়ার পূর্বাভাস দেয়া হলেও বৃষ্টির ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়নি প্রকাশনাগুলো। অন্তত ৫০ শতাংশ প্রকাশনা প্রতিষ্ঠানের বই ভিজে গেছে।<br /><br />রোববার অমর একুশে বইমেলায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। বিকেল ৩টায় মেলার ভেতরে দর্শনার্থীদের প্রবেশ করতে দেয়া হলেও তখনও বই শুকাতে ও গোছাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে প্রকাশনাগুলোকে।<br /><br />বিস্তারিত-https://bit.ly/2Ij6EAU